প্রকাশিত: Sat, Aug 3, 2024 12:16 AM
আপডেট: Tue, Apr 29, 2025 11:37 PM

[১]সবজি ও মুরগির বাজারে কিছুটা স্বস্তি, মাছের বাজার চড়া

মাসুদ আলম: [২] নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক হওয়ায় সপ্তাহের ব্যবধানে রাজধানীর বাজারগুলোতে সব ধরনের সবজি কেজিতে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত কমেছে। মুরগি, আলু ও রসুনের  দামও কমেছে। তবে মাছ,ডিম ও পেঁয়াজের দাম স্থিতিশীল রয়েছে। শুক্রবার রাজধানীর বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। 

[৩] সরেজমিনে দেখা যায়, বাজারে অধিকাংশ সবজি ৫০ থেকে ৭০ টাকার মধ্যে। কাঁচামরিচের কেজি ১৪০ থেকে ১৬০ টাকা। কাঁকরোল ৬০ থেকে ৭০ টাকা,  পটল ৫০ থেকে ৬০ টাকা, ঢেঁড়স ৫০ থেকে ৬০ টাকা, প্রতিপিস লাউ ৫০ থেকে ৬০ টাকা, ধুন্দল ৫০ থেকে ৬০ টাকা, চিচিঙ্গা ৬০ টাকা, ঝিঙা ৬০ টাকা ও  শসা মানভেদে ৫০ থেকে ৭০ টাকা বিক্রি হচ্ছে।  পাকা টমেটো প্রকারভেদে ১৪০ থেকে ১৬০ টাকা ও গাজর ১০০ থেকে ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।  

[৪] পেয়াঁজের কেজি ১১০ থেকে ১২০ টাকা, আলুর কেজিতে ৫ টাকা কমে  ৫৮ থেকে ৬০ টাকা বিক্রি হচ্ছে।  আলু গত সপ্তাহে ছিলো ৬৫ টাকা কেজি।  আলু ৫ কেজি নিলে ৫৬ টাকা কেজি পড়ছে। এছাড়া চায়না রসুনের কেজি ১৯০ টাকা কেজি যা গত সপ্তাহে ছিলো ২০০ থেকে ২১০ টাকা। 

[৫] ব্রয়লার মুরগির কেজি ১৮০ টাকা থেকে ২০০ টাকা কেজি। সোনালির কেজি ২৮০ থেকে ২৯০ টাকা যা গত সপ্তাহে ছিলো ৩০০ থেকে ৩১০ টাকা। ককের কেজি ২৮০ টাকা থেকে ২৯০ টাকা। লাল ডিমের ডজন ১৫০ থেকে ১৬০ টাকা। 

[৬] গরুর মাংসের কেজি ৭৫০ থেকে ৭৮০ টাকা। খাসির মাংস ১ হাজার ১৫০ থেকে ১ হাজার ২০০ টাকায় বিক্রি হচ্ছে।  

[৭] এদিকে  আগের বাড়তি দামেই বিক্রি হচ্ছে সব ধরনের মাছ। তেলাপিয়া মাছ ২২০ টাকা, কই মাছ ২২০ থেকে ২৪০ টাকা, মলা মাছ ৬০০ টাকা, টেংরা মাছ ৬০০ থেকে ৮০০ টাকা, কাচকি মাছ ৫০০ টাকা, পাঁচ মিশালি মাছ ২২০ টাকা ও রুই মাছ ৩২০ টাকা থেকে ৪০০ টাকা ও পাপদা মাছ ৪০০ থেকে ৪৫০ টাকা।  

[৮] ভাটারা নুরেরচালা বাজারের সবজি বিক্রেতা শুভ বলেন, সব ধরনের সবজির দাম কেজিতে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত কমেছে। অধিকাংশ সবজি ৫০ থেকে ৭০ টাকার মধ্যে। তবে বাজারে ক্রেতা কম। সম্পাদনা: এম খান